Logo

কিভাবে ফ্রী মেম্বার রেজিস্ট্রেশন করবেন:

১.নিম্নের লিঙ্ক এ ক্লিক করুন। https://www.eabbd.org/registration

২. Registration for a member এর নিচের অপশন গুলো ফিলাপ করুন ,

যেমন:

Full Name: আপনার ফুল নাম দেন

Father Name: আপনার বাবার ফুল নাম দিন

Mother Name: আপনার মাতার ফুল নাম দিন

Date of Birth: আপনার জন্ম তারিখ দিন

Phone number: আপনার ফোন নাম্বার দিন

Email: আপনার ইমেইল দিন

Gender: আপনার gender সিলেক্ট করুন

Religion: আপনার ধর্মের নাম দিন

Blood Group : আপনার Blood group সিলেক্ট করুন

Division: আপনার ডিভিশন সিলেক্ট করুন

District: আপনার জেলা সিলেক্ট করুন

upazila: আপনার উপজেলা সিলেক্ট করুন

Present Address : আপনার বর্তমান ঠিকানা দিন

Permanent Address : আপনার স্থায়ী ঠিকানা দিন

Occupation : আপনি বর্তমানে stdudent না জব করেন তা দিন

Education : আপনি M.Sc pass করছেন না বিএসসি না Diploma না student সিলেক্ট করুন

Institute /Board: আপনার last Education Institute name দিন

Nid: আপনার nid নাম্বার দিন

NID: আপনার nid ছবি তুলে আপলোড করেন

ছবিঃ আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিন

সার্টিফিকেট ঃ আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ দিন আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার সেমিস্টারের নাম্বারপত্র দিন। অথবা যে Politechnic বা university তে অধ্যয়নরত সেই Politechnic বা university Student ID Card এর ছবি দিন বা রেজিষ্ট্রেশন কার্ড দিন।

Password: আপনার মত করে একটি পাসওয়ার্ড দিন এবং সংরক্ষণ করে রাখুন।

লগইনঃ হোম পেইজে লগইন অপশনে ক্লিক করুন যে নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন সেই নাম্বার দিন ও ইউজার নেম এ মোবাইল নাম্বার অথবা ইমেইল এড্রেস দিন। লগইন হয়ে গেলে ড্যাসবোর্ডে মাই আইডি ও মাই সার্টিফিকেট দেখুন ও প্রিন্ট ক্লিক করে উপরে সেভএজ পিডিএফ সিলেক্ট করে সেভ করুন বা Screen shot দিতে পারেন।

** যে ইমেইল/ফোন নাম্বার ব্যাবহার করেছেন, তা আপনার ইউজার নেম হিসেবে বিবেচিত হবে এবং যে পাসওয়ার্ড দিয়ে Login করেছেন,সেটি আপনার পাসওয়ার্ড হিসেবে বিবেচিত হবে।সুতরাং ইমেইল & পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখুন।

Note:অনেকেই Registration করার পর Login করতে চান। login failed আসে।আপনে Registration করার পর দয়া করে ২৪ ঘন্টা অপেক্ষা করুন। আপনাকে যাচাই-বাছাই করে সদস্য পদ দেয়া হবে। অনেকেই SSC বা HSC certificate upload করছেন তাদের টা আমরা Approve করতে পারছি না।SSC বা HSC certificate upload করবেন না।